Friday 9 November 2012

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা । আশা করি ভালই আছেন । এখন আমি আপনাদের সাথে নতুন একটি এডোবি ফটোশপ টিউটোরিয়াল শেয়ার করছি ।


ছবিতে প্রদশিত সংখ্যা সাথে লেখার সংখ্যা মিলিয়ে কাজ করুন তাহলে সহজে পারবেন।
১/ প্রথমে আপুনি দেখুন যে ফটোশপের default colors icon মানে হল foreground এবং background কালার black এবং white কালার নির্বাচন করা হয়েছে কি না। না হলে করে নিন। এখন আপুনি যে ছবিটার বিভিন্ন অংশ উজ্জল করতে চান সেই ছবি তাকে ওপেন করুন।
২/ এখন সেই ছবিটার একটা empty লেয়ার তৈরী করুন।
৩/ নতুন লেয়ার টির layer blend টি soft light নির্বাচন করুন।
৪/ এখন brush tool সিলেক্ট করুন।
৫/ এখন brush picher টি ক্লিক করুন এবং
৬/ বিভিন্ন ব্রাশ থেকে soft-edged ব্রাশ সিলেক্ট করুন এবং৭/ ব্রাশ এর opacity ৩০% করে দিন।
৮/ এখন ছবি টির যে অংশ টুক darken করতে চান সেখানে ব্রাশ দ্ভারা পেইন্ট করুন। দেখবেন পেইন্ট করা অংশ টুক darken হচ্ছে।
৯/ আর যদি আপুনি ছবির বিভিন্ন অংশ উজ্জল করতে চান তবে foreground এবং background কালার white এবং black কালার নির্বাচন করুন।
১০/ ছবি টির যে অংশ টুক lighten করতে চান সেখানে ব্রাশ দ্ভারা পেইন্ট করুন। দেখবেন পেইন্ট করা অংশ টুক lighten হচ্ছে।
Read More