Tuesday 19 February 2013

NOKIA ASHA SERISE সহ সকল ডুয়েল সিমে এখন ফ্রী অপেরা দিয়ে আনলিমিটেড ব্রাউজিং ।। 
Menu>settings>configeration>personal
configeration>add new>web
account name:-freebd
use pref. acc. poient:-No
Acces poient settings>
proxy:-Enable
proxy address:-80.239.242.253
proxy port:-80
Banner settings>
pocket data acces poient:-
gpinternet
এবার back এ আসুন দেখবেন
একটি configeration সেভ হয়েছে. gp
সিমটা সিম 1 এ
রেখে টিপসহিরো কনফিগারেশনটা এক্টিভ করুন.

by,freebd khan,
এইবার ফ্রি অপেরামিনিটা অপেন করুন দেখবেন
সব ফ্রি
Read More

Sunday 17 February 2013

অনেক সময় আমাদের মোবাইল
এ বিরক্তিকর কল আসে ।
সেটা বন্ধ
করতে আমরা বেছে নেই call
block সার্ভিস । সে জন্য
অপারেটররা প্রতিমাসে একটি নির্দিষ্ট
পরিমান
টাকা কেটে নেয় ।
এমনকি আমরা বিভিন্ন
প্রকার call block
সফটওয়্যার ব্যবহার
করে থাকি । কিন্তু
আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির
কোনটাই
ব্যবহার
করতে পারিনা বা চাইনা ।
তাই এইসব ঝামেলায়
না গিয়ে আপনাদের
একটা সহজ টিপস দেব ।
আপনারা অনেকেই হয়ত
এটা জানতে পারেন । চলুন
দেখে আসি কিভাবে এটা করবেন।
1. জিপি, রবি,
বাংলালিংক এবং এয়ারটেল
গ্রহকদের জন্য # প্রথমে আপনি আপনার
মোবাইল এর call divert
অপশন এ যান (voice call) ।তারপর
সেখান
থেকে Divert
when busy / If busy
তে চাপুন এবং Activate চাপুন তারপর
To other
number এ নিচের অপারেটর
অনুসারে নাম্বার
বসিয়ে দিন এবং Ok চাপুন ।
ব্যাস আপনার কাজ শেষ । ক)
জিপি এর জন্য – ১২৬৬ খ) রবি এর জন্য
– ৮১২১ গ)
বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
2. সিটিসেল এবং টেলিটক
গ্রাহকরা তাদের voice mail
নাম্বার বাবহার করে ট্রাই
করে দেখেন হতেও
পারে এবার ফলাফলঃ এখন
যে কলার ই আপানাকে call
করুক না কেন, আপনি শুধু call
টা কেটে দিন । এখন
যে আপনাকে call করেছে তার
১২টা বাজতে শুরু
করেছে ।
অর্থাৎ তার মোবাইল এ Call
টা রিসিভ হয়ে গ্যাসে । ভয়
নেই, আপনার
টাকা কাটবেনা । # cancel
করতে Divert when busy / If busy
তে গিয়ে cancel
চাপুন।বাস
তহলে হয়ে যাবে।
Read More
Nokia Java মোবাইলের
সাহায্যে!!
নিচের
ধাপগুলো অনুসরণ করুনঃ
First Go To » Menu »
Settings » কনফিগারেশন »
Personal
কনফিগারেশন » Option » Add
New » Web »
Account Name: Free Net!
»Home:
internet.gramee -
nphone.com » Use
Preffered
Access Point: No » Access
Point Setting
» Proxy Enable » Proxy
Address:
173.208.197.229 -» Proxy
Port: 80 » Bearer
Setting » Pocket Data
Account Access
Point: gpinternet »
Active This Settings..
উপরের সেটিংসগুলো ঠিকমত করার পর
আপনার
ফোনটিকে রিস্টার্ট
করুন...
Then মোবাইলের'0'(Zero)
বাটনটি 2
Second বা আরো বেশিক্ষণ
ধরে রাখুন... অথবা'Web'
মেনুর'Home'এ Click করুন..
দেখবেন একটি হোমপেজ আসবে!
ওই পেইজের নিচের
দিকে একটি'URL Box'
আছে সেখানে যেকোন ওয়াপ/
ওয়েবসাইটের নাম লিখে'Go'
বাটনে ক্লিক করলেই আপনার
কাঙ্খিত সাইটে চলে যাবে....
তারপর শুধু ফ্রি ফ্রি আর
ফ্রি..!! :D :D
বি.দ্রঃ P1 Active করলে সিমে এক
টাকাও
রাখা যাবেনা, P10/
P11 Active
করা থাকলে বা করলে চরমস্
স্পিড পাবেন!!
Read More
যা যা লাগবে : 1. GP
সিম । 2. আপনার এন্ড্রয়েড ফোন।
এন্ড্রয়েড এ
ফ্রি ইন্টারনেট চালাতে হলে প্রথমেই
আপনাকে অফিস থেকে কনফিগারেশন
সেটিং আনতে হবে । তারপর
আপনি আপনার ফোনের
Setting অপশন থেকে wireless
and networks >
mobile networks. এ যান।
Access point names
নামের একটি অপশন পাবেন। সেখানে 3
টি সেটিং দেখতে পাবেন। GP WAP GP
INTERNET
GP MMS আপনি GP INTERNET এ
ক্লিক করুন। তারপর
কতগুলো অপশন আপনার সামনে আসবে।
3 টি অপশন
আপনাকে পরিবর্তন করতে হবে। 1.
Proxy 2. Port 3.
Server এই 3 টি অপশন এর প্রথম
টি অর্থাৎ. Proxy
তে ক্লিক করে 173.242.124.71
উপরের
প্রক্সি টি দিবেন। Port এ দিবেন 80
এবার Server
এ দিবেন 173.242.124.71: 80
ব্যাস, কাজ শেষ।
এবার বেরিয়ে এসে GP INTERNET
সিলেক্ট করুন।
তারপর ফোনের ব্রাউজার
থেকে http: // ­
internet.gramee n phone.
com/ এই ঠিকানায়
যান। একটি বক্স ও GO বাটন
দেখতে পাবেন।
বক্সে আপনি যেকোন web address
লিখে GO
তে ক্লিক করুন আর
ফ্রি ব্রাউজিং করুন।
Read More
বাংলালিংকের
রয়েছে ১৩ টি ইন্টারনেট প্যাকেজ। এদের
মধ্যে রয়েছে দৈনিক , সাপ্তাহিক , মাসিক,
প্যাকেজ । চলুন তবে আলোচনা শুরু
করা যাকঃ
P1:এটা1kb@0.02tk(prepaid) , 1kb@0.015tk
(postpaid and call and control subscribers)
টাকা কাটবে । যতটুকু ব্যবহার ততটুকু বিল ।
P2: এটা মাসিক
আনলিমিটেড
ইন্টারনেট । এর মাসিক চার্জ ৬৫০ (ভ্যাট সহ ৭৪৭.৫০
টাকা) কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P3: এটা NIGHT TIME মাসিক আনলিমিটেড
ইন্টারনেট । এটি ব্যবহার করা যাবে রাত ১২
টা থেকে সকাল ৮ টা ।
এর মাসিক চার্জ ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা)কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P4: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৫০ (ভ্যাট সহ ৫৭.৫০
টাকা) কাটবে । এখানে আপনি ২০০ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P5: এটা মাসিক
ইন্টারনেট । এর মাসিক চার্জ ১০০ (ভ্যাট সহ ১১৫
টাকা) কাটবে ।
এখানে আপনি ১০০
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P6: এটা মাসিক
ইন্টারনেট । এর মাসিক চার্জ ২৭৫ (ভ্যাট সহ ৩১৩
টাকা) কাটবে ।
এখানে আপনি ১
জিবি ব্যবহার
করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P7: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা)
কাটবে । এখানে আপনি ১৫ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P8: এটা সাপ্তাহিক
ইন্টারনেট । এর
সাপ্তাহিক চার্জ ৫০
(ভ্যাট সহ ৫৭.৫০ টাকা) কাটবে ।
এখানে আপনি ৫০
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P9: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৮ (ভ্যাট সহ ৯.৭ টাকা)
কাটবে । এখানে আপনি ৫+২=৭
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P10: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৪ (ভ্যাট সহ ৪.৬০ টাকা)
কাটবে । এখানে আপনি ২ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P11: এটা দৈনিক
আনলিমিটেড
ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা)
কাটবে । এটি ব্যবহার করা যাবে সকাল ৫
টা থেকে সকাল ১০ টা ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য । বাকী সময় ১
এমবি ১.০৩
টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা) কাটবে।
P12: এটা সাপ্তাহিক
আনলিমিটেড ইন্টারনেট । এর
সাপ্তাহিক চার্জ ৭০
(ভ্যাট সহ ৮০.২ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫
টা থেকে সকাল ১০ টা । এটা prepaid, call & control
এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা)
কাটবে ।
P13: এটা মাসিক
আনলিমিটেড ইন্টারনেট । এর মাসিক চার্জ ২০০
(ভ্যাট সহ ২৩০ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে সকাল ১০
টা। এটা prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা)
কাটবে ।
::::::::::::::::::চালু করার
নিয়ম::::::::::::::::::::::::::::
P2 *500*1*1*1#
P3 *500*1*2*1#
P6 *500*1*3*1#
P13*500*1*4*1#
P5 *500*1*5*1#
P12*500*2*1*1#
P8 *500*2*2*1#
P4 *500*3*1*1#
P11*500*3*2*1#
P7 *500*3*3*1#
P9 *500*3*4*1#
P10*500*3*5*1#
P1 *500*4*1#
আপনার কত এমবি আছে তা জানতে ডায়াল
করুনঃ *222*3# ইন্টারনেট বন্ধ
করতে ডায়াল
করুনঃ *222*2#
ভূল হলে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন ।
Read More

Saturday 16 February 2013


যা যা লাগবে
 টা জিপি সিম
 একটা মোবাইল অথবা মডেম


প্রথমে আপনাকে এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ।তারপর ZIP ফাইলটি Extract করে আপনার ডেস্কটপে সেভ করুন।
 
তারপর এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।আপনার ই-মেইল এ একটি কনফার্মেশন লিংক যাবে,এটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন ।আপনার অ্যাকাউন্টটি এখন ইউজ করার জন্য প্রস্তুত।এখন আপনি নেট কানেক্ট করে ডেস্কটপে রাখা ফোল্ডার এর মধ্যে PD-launcher বা PD-Proxy টি ওপেন করুন।এখন PD-Proxy উইন্ডোতে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে connect বাটনে ক্লিক করুন।কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনি এদের সার্ভারে কানেক্ট হয়ে জাবেন।এখন আপনি ফ্রী নেট ইউসে করতে পারবেন ।কানেক্ট হলে succesfully connected to server এই রকম লেখা দেখতে পারবেন ।আপনাদের সুবিধার জন্য একটা স্ক্রিনশট দিলাম_
 
image
এই রকম হলে এখন আপনি ফ্রী নেট ইউসে করতে পারবেন ।
 
 
আপনি এখানে রেজিস্ট্রেশন করলে একজন Free user হিসেবে নিবন্থিত হবেন এবং প্রতিদিন ১০০ MB ফ্রী ইউস করত্র পারবেন।যদি আপনি মেম্বারশীপ আপগ্রেড করেন তবে আপনি প্রিমিয়াম ইউজার হিসেবে আনলিমিটেড ব্যান্ডউইথ (MB) ইউজ করতে পারবেন।
 
অনেকে বলে যে, যত বেশি অ্যাকাউন্ট করবেন তত বেশি ইউজ করতে পারবেন ।আসলে আপনি যদি ৪-৫ টা অ্যাকাউন্ট খুলেন তারপরেও আপনি ঐ ১০০ এমবি ই ইউসে করতে পারবেন।কারণ এভাবে যদি ফ্রী ইউস করা যেত তবে কেউতো আর প্রিমিয়াম মেম্বার হত না।এরা কিভাবে যেন টের পায়!তাই অনেকগুলো অ্যাকাউন্ট না খোলাই ভাল ।এতে স্পামিং এর কারনে আপনার এবং বাংলাদেশের সবার অ্যাকাউন্ট ব্যান হতে পারে ।নাইজেরিয়ান ফ্রী ইউজাররা এই কারনে এখন ফ্রী ইউসে করতে পারছে না।শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররাই পারছে।
 
এটি ফিলিপাইনের একটি প্রক্সি-সার্ভার। ফিলিপাইন এর টাইম জোন হল UTC+8 আর বাংলাদেশ এর এর টাইম জোন হল UTC+6। তাই আমাদের এখানে রাত ১০ টা আর তাদের ওখানে রাত ১২ টা ।রাত ১০ তা থেকে পরের দিন রাত ১০ পর্যন্ত এক দিন ।কোনোদিন যদি আপনি রাত ১০ টার পূর্বেই ১০০ এমবি ইউস করে ফেলেন তবে ১০ টার পর থেকে আবার ইউস করতে পারবেন। এভাবে মাসে 3 GB ইউস করতে পারবেন।
 
১.অনেক সময় আপনি connect করলেও server full !! এই রকম মেসেজ দেখাতে পারে। তাহলে আপনি ডানপাশে UDP লেখায় ক্লিক করে ICMP তে ক্লিক করে দিতে পারেন বা DEMO SEVER এর পরিবর্তে DEMO SERVER 2 ইউজ করতে পারেন ।TCP তে ভালো কাজ করে না।এখানে আরও অনেক সার্ভার আছে ।কিন্তু ফ্রী ইউজাররা শুধুমাত্র DEMO SERVER এবং DEMO SERVER 2 ব্যবহার  করতে পারবেন।
 
আপনার সিম   এমবি অথবা  এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করুন  আপনার সিম কোন না কোন ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে অই Package এর মেয়াদ থাকা পর্যন্ত আপনি ফ্রী ইন্টারনেট ইউস করতে পারবেন তাই আমার মতে  এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করাই ভাল হবে কারন এতে আপনি ১১ টাকায়  দিনের মেয়াদ পাবেন  আর  তা কথা আপনার সিম  ইন্টারনেট অ্যাক্টিভ করার পর কোন টাকা রাখা যাবেনা তাহলে কিন্তু আপনার টাঁকা কেটে নিবের তাই এই কাজের জন্য মাত্র ১১ টাঁকা recharge করে নিবেন 
 
Read More
মোবাইলের configuration
পরিবর্তন
করে ফ্রী আনলিমিটেড
ইন্টারনেট চালান
যায় ।
পদ্ধতি-(নকিয়ার জন্য): প্রথমে আপনার
মোবাইলের
Menu তে যান । তারপর
>Menu>Settings >Configurations>Personal Configurations>Option থেকে Add New > Web
সিলেক্ট
করুন। >
Web এর ভেতর যা যা পাবেন তা নিম্নরূপে পরিবর্তন
করুনঃ
@Account Name: GP-
INTERNET
@Home internet.grameenphone.com
@Use Preffered
Access Point: No Use Preffered Access Point
No
করলে Access Point Setting পাবেন।
@Access
Point Setting এ প্রবেশের পর
@Proxy :
Enable
@ Proxy Address:
173.208.197.229
Proxy Port 80
@ Bearer Setting এ
যান।
এখানে পাবেন Pocket Data Account Access Point
যেটাতে internet
লেখা থকে এটাকে gpinternet
লিখে দিন।
এবার
Back চেপে চেপে বের হয়ে আসুন। এখন আবার
নতুন
করে Menu> Settings>Configaration>Personal
Configurations যান এবং Option থেকে GP-
INTERNET কে Active করুন। এখন
মোবাইল
থেকে Home
এ প্রবেশ করুন অথবা ০(জিরো)
চেপে ধরে রেখে Home এ প্রবেশ করুন। দেখুন Enter URL
লেখাআছে।
এখানে যে ঠিকানার
যেতে চান
তা লিখে go
তে ক্লিক করুন। এভাবে যত খুশি ব্রাউজ/
ডাউনলোড করুন

বি.দ্রঃ সিমে কোন
টাকা রাখবেন না ।
টাকা থাকলে টাকা কাটবে। যাদের Hompage নেই
তারা Menu> Music
player>option>download>go to address
থেকে rttps://
কেটে দিয়ে internet.grameenphone.com লিখে Go তে ক্লিক করবেন ।
Read More