Saturday 16 February 2013


যা যা লাগবে
 টা জিপি সিম
 একটা মোবাইল অথবা মডেম


প্রথমে আপনাকে এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ।তারপর ZIP ফাইলটি Extract করে আপনার ডেস্কটপে সেভ করুন।
 
তারপর এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।আপনার ই-মেইল এ একটি কনফার্মেশন লিংক যাবে,এটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন ।আপনার অ্যাকাউন্টটি এখন ইউজ করার জন্য প্রস্তুত।এখন আপনি নেট কানেক্ট করে ডেস্কটপে রাখা ফোল্ডার এর মধ্যে PD-launcher বা PD-Proxy টি ওপেন করুন।এখন PD-Proxy উইন্ডোতে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে connect বাটনে ক্লিক করুন।কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনি এদের সার্ভারে কানেক্ট হয়ে জাবেন।এখন আপনি ফ্রী নেট ইউসে করতে পারবেন ।কানেক্ট হলে succesfully connected to server এই রকম লেখা দেখতে পারবেন ।আপনাদের সুবিধার জন্য একটা স্ক্রিনশট দিলাম_
 
image
এই রকম হলে এখন আপনি ফ্রী নেট ইউসে করতে পারবেন ।
 
 
আপনি এখানে রেজিস্ট্রেশন করলে একজন Free user হিসেবে নিবন্থিত হবেন এবং প্রতিদিন ১০০ MB ফ্রী ইউস করত্র পারবেন।যদি আপনি মেম্বারশীপ আপগ্রেড করেন তবে আপনি প্রিমিয়াম ইউজার হিসেবে আনলিমিটেড ব্যান্ডউইথ (MB) ইউজ করতে পারবেন।
 
অনেকে বলে যে, যত বেশি অ্যাকাউন্ট করবেন তত বেশি ইউজ করতে পারবেন ।আসলে আপনি যদি ৪-৫ টা অ্যাকাউন্ট খুলেন তারপরেও আপনি ঐ ১০০ এমবি ই ইউসে করতে পারবেন।কারণ এভাবে যদি ফ্রী ইউস করা যেত তবে কেউতো আর প্রিমিয়াম মেম্বার হত না।এরা কিভাবে যেন টের পায়!তাই অনেকগুলো অ্যাকাউন্ট না খোলাই ভাল ।এতে স্পামিং এর কারনে আপনার এবং বাংলাদেশের সবার অ্যাকাউন্ট ব্যান হতে পারে ।নাইজেরিয়ান ফ্রী ইউজাররা এই কারনে এখন ফ্রী ইউসে করতে পারছে না।শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররাই পারছে।
 
এটি ফিলিপাইনের একটি প্রক্সি-সার্ভার। ফিলিপাইন এর টাইম জোন হল UTC+8 আর বাংলাদেশ এর এর টাইম জোন হল UTC+6। তাই আমাদের এখানে রাত ১০ টা আর তাদের ওখানে রাত ১২ টা ।রাত ১০ তা থেকে পরের দিন রাত ১০ পর্যন্ত এক দিন ।কোনোদিন যদি আপনি রাত ১০ টার পূর্বেই ১০০ এমবি ইউস করে ফেলেন তবে ১০ টার পর থেকে আবার ইউস করতে পারবেন। এভাবে মাসে 3 GB ইউস করতে পারবেন।
 
১.অনেক সময় আপনি connect করলেও server full !! এই রকম মেসেজ দেখাতে পারে। তাহলে আপনি ডানপাশে UDP লেখায় ক্লিক করে ICMP তে ক্লিক করে দিতে পারেন বা DEMO SEVER এর পরিবর্তে DEMO SERVER 2 ইউজ করতে পারেন ।TCP তে ভালো কাজ করে না।এখানে আরও অনেক সার্ভার আছে ।কিন্তু ফ্রী ইউজাররা শুধুমাত্র DEMO SERVER এবং DEMO SERVER 2 ব্যবহার  করতে পারবেন।
 
আপনার সিম   এমবি অথবা  এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করুন  আপনার সিম কোন না কোন ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে অই Package এর মেয়াদ থাকা পর্যন্ত আপনি ফ্রী ইন্টারনেট ইউস করতে পারবেন তাই আমার মতে  এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করাই ভাল হবে কারন এতে আপনি ১১ টাকায়  দিনের মেয়াদ পাবেন  আর  তা কথা আপনার সিম  ইন্টারনেট অ্যাক্টিভ করার পর কোন টাকা রাখা যাবেনা তাহলে কিন্তু আপনার টাঁকা কেটে নিবের তাই এই কাজের জন্য মাত্র ১১ টাঁকা recharge করে নিবেন 
 

2 comments:

  1. zoom ultra dea ki pd proxy use kora jabe please kanaben

    ReplyDelete
  2. Vhai amar kace grameenphone modem diye robi sim use kori. Tar modde ki pd proxy use kora jabe please janaben.

    ReplyDelete