Sunday 17 February 2013

বাংলালিংকের
রয়েছে ১৩ টি ইন্টারনেট প্যাকেজ। এদের
মধ্যে রয়েছে দৈনিক , সাপ্তাহিক , মাসিক,
প্যাকেজ । চলুন তবে আলোচনা শুরু
করা যাকঃ
P1:এটা1kb@0.02tk(prepaid) , 1kb@0.015tk
(postpaid and call and control subscribers)
টাকা কাটবে । যতটুকু ব্যবহার ততটুকু বিল ।
P2: এটা মাসিক
আনলিমিটেড
ইন্টারনেট । এর মাসিক চার্জ ৬৫০ (ভ্যাট সহ ৭৪৭.৫০
টাকা) কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P3: এটা NIGHT TIME মাসিক আনলিমিটেড
ইন্টারনেট । এটি ব্যবহার করা যাবে রাত ১২
টা থেকে সকাল ৮ টা ।
এর মাসিক চার্জ ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা)কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P4: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৫০ (ভ্যাট সহ ৫৭.৫০
টাকা) কাটবে । এখানে আপনি ২০০ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P5: এটা মাসিক
ইন্টারনেট । এর মাসিক চার্জ ১০০ (ভ্যাট সহ ১১৫
টাকা) কাটবে ।
এখানে আপনি ১০০
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P6: এটা মাসিক
ইন্টারনেট । এর মাসিক চার্জ ২৭৫ (ভ্যাট সহ ৩১৩
টাকা) কাটবে ।
এখানে আপনি ১
জিবি ব্যবহার
করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
P7: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা)
কাটবে । এখানে আপনি ১৫ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P8: এটা সাপ্তাহিক
ইন্টারনেট । এর
সাপ্তাহিক চার্জ ৫০
(ভ্যাট সহ ৫৭.৫০ টাকা) কাটবে ।
এখানে আপনি ৫০
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P9: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৮ (ভ্যাট সহ ৯.৭ টাকা)
কাটবে । এখানে আপনি ৫+২=৭
এমবি ব্যবহার
করতে পারবেন ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P10: এটা দৈনিক
ইন্টারনেট প্যাক । এর চার্জ ৪ (ভ্যাট সহ ৪.৬০ টাকা)
কাটবে । এখানে আপনি ২ এমবি ব্যবহার
করতে পারবেন । এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
P11: এটা দৈনিক
আনলিমিটেড
ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা)
কাটবে । এটি ব্যবহার করা যাবে সকাল ৫
টা থেকে সকাল ১০ টা ।
এটা prepaid, call &
control এর ক্ষেত্রে প্রযোজ্য । বাকী সময় ১
এমবি ১.০৩
টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা) কাটবে।
P12: এটা সাপ্তাহিক
আনলিমিটেড ইন্টারনেট । এর
সাপ্তাহিক চার্জ ৭০
(ভ্যাট সহ ৮০.২ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫
টা থেকে সকাল ১০ টা । এটা prepaid, call & control
এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা)
কাটবে ।
P13: এটা মাসিক
আনলিমিটেড ইন্টারনেট । এর মাসিক চার্জ ২০০
(ভ্যাট সহ ২৩০ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে সকাল ১০
টা। এটা prepaid, call & control এর
ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা)
কাটবে ।
::::::::::::::::::চালু করার
নিয়ম::::::::::::::::::::::::::::
P2 *500*1*1*1#
P3 *500*1*2*1#
P6 *500*1*3*1#
P13*500*1*4*1#
P5 *500*1*5*1#
P12*500*2*1*1#
P8 *500*2*2*1#
P4 *500*3*1*1#
P11*500*3*2*1#
P7 *500*3*3*1#
P9 *500*3*4*1#
P10*500*3*5*1#
P1 *500*4*1#
আপনার কত এমবি আছে তা জানতে ডায়াল
করুনঃ *222*3# ইন্টারনেট বন্ধ
করতে ডায়াল
করুনঃ *222*2#
ভূল হলে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন ।

0 comments:

Post a Comment